দুটি কবিতা ।। সুদীপ ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, August 19, 2024

দুটি কবিতা ।। সুদীপ ঘোষ

দুটি কবিতা ।।  সুদীপ ঘোষ



নতুন আলো


উড়ছে নিশান ওই আকাশে
                   তিরঙ্গা তার আলো
শিকল ভাঙার দিন এসেছে
                    মনের আগুন জ্বালো !
স্বজন হারা স্বদেশ আমার
                    আসবে আবার ফিরে
জাতি ধর্ম নির্বিশেষে
                    জোট বেঁধেছে ওরে...
সম্মুখে ওই দিগন্ত মাঠ
                    করতে হবে পার -
ভারত ছাড়ো ডাক উঠেছে
                    এবার খোলো দ্বার ।
মাতৃধূলি মাথায় ঠেকাই
                    মাতুক মাটির ঘ্রাণে !
নতুন মন্ত্রে জেগে উঠুক
                    বন্দেমাতরম গানে ।

সার্থক জনম


হে মহাবীর জাগিয়ে তোলো
ভারতবাসীর মনের জোর ;
মনের ভিতর নোংরা যত
মুছিয়ে দিয়ে নতুন ভোর ।।

স্বাধীনতার প্রাক্কালে সব
কপটতার সাধুর বেশ ;
শেকড় সমেত উপড়ে ফেলো
গড়বো আবার নতুন দেশ ।।

বিনয়- বাদল- দীনেশ যাঁরা
দেশের সেবায় দিলো প্রাণ !
বৃথা হেলায় আর যাবে না
তাদের আত্মবলিদান ।।

হারান মাঝির নৌকা খানি
ফিরবে আবার ভাঁটার টান ;
রক্ত বিন্দু ঝরবে না আর
সার্থক জনম হে ভগবান ।।

          """""''''''''''''''

সুদীপ ঘোষ 
মহেশতলা, বাটানগর 

No comments:

Post a Comment