কবিতা ।। স্বাধীনতা তুমি ।। অমিত কুমার জানা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, August 19, 2024

কবিতা ।। স্বাধীনতা তুমি ।। অমিত কুমার জানা


স্বাধীনতা তুমি

অমিত কুমার জানা


স্বাধীনতা তুমি মুক্ত বিহঙ্গ নীল আকাশের বুকে,
স্বাধীনতা তুমি অপার হাসি ছোট্ট শিশুর মুখে।
স্বাধীনতা তুমি মুখে এনে ফুল ফোটাও মনের কথা ,
স্বাধীনতা তুমি পরাধীন দেশের অমোচনীয় রক্ত-গাথা।

স্বাধীনতা তুমি নিরপেক্ষ আপামর নর নারীর প্রতি,
স্বাধীনতা তুমি নিশীথ রাতের পথিকের পথসাথী।
স্বাধীনতা তুমি গহন কাননে স্নিগ্ধ চাঁদের আলো,
স্বাধীনতা তুমি গোঁড়া মনের ঘোচাও মনের কালো।

স্বাধীনতা তুমি দাও ভেঙে দাও দুর্নীতির বিষদাঁত,
স্বাধীনতা তুমি এবার তো জোগাও ভিখিরির পেটে ভাত।
স্বাধীনতা তুমি আগষ্টের পনেরোয় তেরঙ্গা উজ্জ্বল করো,
স্বাধীনতা তুমি কি বিষাক্ত সমাজটাকে বদলে দিতে পারো?
                           ------

No comments:

Post a Comment