শুনতে চায় না কারো কথা কেউ
সুজন দাশ
প্রত্যেকে তার জায়গাতে বসে
মিলায় অংক যার যার মত,
কখনো ভাবে না সবার জন্য
তাপ উত্তাপে ঘামে নাও অত।
একদল আছে অন্যায় করে
একদল আছে চলে চোখ বুজে,
একদল আছে প্রশ্রয় দেবে
একদল তার বিপরীতে যুঝে।
নীতিবোধে মাথা ঘামানোর লোক
আজকাল দেখি দেখা যায় কম,
সবার অংকে সুবিধার যোগ
মিলাতে গেলেই পাবে হরদম।
সমালোচনার ঝড় তুলে তারা
কাজ করে কেউ দেখায় না খুব,
নিয়মের ধারা মানতে গেলেই
প্রতিরোধে তারে করে দেয় চুপ।
সহ্য শক্তি নেই একেবারে
ভিন্নমতের দেয় নাও দাম,
মুখ যেন আছে খোলা তরবারি
টানাও যায় না কথার লাগাম।
টকশোতে কেউ বাধায় ঝগড়া
মানে না যুক্তি তালগাছ তার,
এমন চললে হারাবে যুক্তি
নামবে জীবনে শুধুই আঁধার।
=============
সুজন দাশ
আটলান্টিক সিটি, নিউজার্সি,
যুক্তরাষ্ট্র।

Comments
Post a Comment