কবিতা ।। আমাদের থাকা বা না-থাকা ।। চন্দন মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, August 19, 2024

কবিতা ।। আমাদের থাকা বা না-থাকা ।। চন্দন মিত্র


আমাদের থাকা বা না-থাকা

চন্দন মিত্র

 

কীভাবে তোমাকে রাখব যাতে তাজা টুকটুকে থাকো !  

কেবল পেলে তো হল না, পাওয়াটা কঠিন রাখা আরও দায়।

এই যে পুষ্প ও মাল্যে নিছক দেয়ালে প্রতিভূটি আঁকো       

কী যে হয় ছাই এতে যদি না নিরলে দীপ্ত প্রবাহ বয়ে যায়। 

   

যে আসে যে যায় উভয়ের একই ঠাট দন্ত ও নোলা

একই থাকে, বশংবদ পুরাতন ভৃত্যের দল ছুরিকাঁচি হাতে,  

সুর ভাঁজে, ব্রত এক, কীভাবে ভরানো যায় ঝোলা  

জানে দীর্ঘ  লাফ দিতে  নিরীহ বাগানে ভিন্ন ভিন্ন অছিলাতে।  

 

দিনে দিনে রঙিলা দালান খসে উঁকি মারে হাড়মাস

ধ্বজাধারী পিশাচের দল ভাঙনের বখরা নেয়, মুখেতে স্লোগান।        

আমরা কয়েদগ্রস্ত ফাঁপা থোড়-বড়ি-খাড়া সিসিফাস,        

খেদ গাই ছাপোষা মানুষ; আমাদের স্ত্রী আছে, আছে সন্তান।    

 

===================


চন্দন মিত্র

ভগবানপুর (হরিণডাঙা)

ডায়মন্ড হারবার, দক্ষিণ চব্বিশ পরগনা 

No comments:

Post a Comment