সায়ন মোহন্ত
স্বাধীনতা কেমন আছ ? কবে আসবে আমার কাছে ?
এদেশে এসেছ শুনেছি আমাদের কাছে তো আসলে না !
রহমানের মেয়ে পরশু শহরে গিয়ে কাল ক্ষতবিক্ষত 'বডি' হয়ে ফিরেছে
অমলেন্দু মুখুজ্জ্যের ছেলে বেকার
গুরু গ্রামের মেয়েটি আর ডাক্তার হতে চায় না নাইট ডিউটি পড়বে যে
পাশোয়ান সিং দুবেলা জোটে না আহার
কোথায় স্বাধীনতা?
এদেশ তো চাইনি, খেলাচ্ছলে এ স্বাধীনতা
স্বাধীনতা এসো এসো এসো
নাজিরা বিবি দাওয়াই বসে ছেলের অপেক্ষায় সাথে তার বন্ধু কার্তিক
স্বাধীনতা শান্তি-সাম্য-আর্থিক স্বচ্ছলতা নিয়ে এসো
গোটা ভারতবর্ষ তোমার আসার পদধ্বনি শুনেছে তোমাকে দেখেনি এখনও।
==============
সায়ন মোহন্ত
চাষা পাড়া
কৃষ্ণনগর নদিয়া- ৭৪১১০১

Comments
Post a Comment