চম্পা মান্না
কোথায় নারীর স্বাধীনতা?
প্রশ্ন আসে মনে_
আসলেই কী নারী স্বাধীন,
হায়নার শিকার জালে?
স্বাধীনতার স্বাদ পায়নি নারী,
গুপ্ত যুগ থেকে,
জ্বলেছে নারী চিতায় কখনো,
কখনো বা সতীনের ঘরে।
আজ অবশ্য নেই সতীদাহ,
বহুবিবাহের প্রচলন,
তবুও নারী স্বাধীন কী?
সূর্য অস্তের পর_
নেই স্বাধীনতা, আজও নারী শিকার,
মৃগয়া , অথবা মেষ শিশুর মতো।
অন্ধকারে খাবলে খায় নারীর মাংস,
মহাভোজে বসে হয় আড়ম্বর,
তারপর বলিদান!
মাঠে-ঘাটে, অন্ধকার গলি, কখনো বা,
কখনো বা ডিউটি স্থলে পরে থাকে নিথর দেহ,
অকালে ঝরে পড়ে ফুল,
এরই কী নাম স্বাধীনতা?
খোঁজ নিয়ে দেখ, নারী নয় স্বাধীন,
পায় নি কখনো তারা মুক্তির স্বাদ,
তারা রোজ নিপীড়িত বাসে-ট্রামে, গৃহের কোণে--
পূর্ব প্রথা অনুসারে, নারী পরাধীন,
নেই তাদের স্বাধীনতা,গ্ৰাস করেছে পরাধীনতা।
==========
চম্পা মান্না
আগয়া, আকছড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ।

Comments
Post a Comment