একটি অকাল মৃত্যুতে
স্বপন শর্মা
অনিমেষ ছিল, অনিমেষ নেই
এই থাকা ও না থাকার মধ্যে
বিপন্ন মাউথঅর্গানের সুর বাতাসে ঘুরে বেড়ায়।
তার না থাকা কোন কার্য ও কারণের পরিণাম
আমরা জানি না
যুবক মনের আকাশে কেন ছিল না চাঁদ
আমরা জানি না
কেন বিপন্ন হতাশারা ধূসরিত হতে হতে
পথেই মিলিয়ে যায়!
তবে কি যৌবন আজ
দিশাহীন নৌকার মতো ভেসে চলে ?
ব্যথাতুর স্রোত যেমন মোহানায় যায়
সবার সামনে এবং অলক্ষ্যে ?
অনিমেষ ছিল, অনিমেষ আজ নেই
তার ব্যথিত হৃদয়ে কেন বেজে ছিল
সব হারানোর গান ?
কেন যে সে থাকা ও না থাকার মানে হয়ে গেল,
খবর রাখি না কেউ।
অনিমেষ ছিল, আজ অনিমেষ নেই
আছে শুধু বিপন্ন মাউথঅর্গানের অশ্রুত সুর
আকাশে ও বাতাসে, শূন্যের পরতে পরতে
না ফোটা ফুলের পাপড়ির পরতে পরতে।
==================
স্বপন শর্মা/ পালপাড়া পূর্ব/ ডাকঃ চাকদহ/ জেলাঃ নদিয়া। পব/
পিনঃ ৭৪১২২২।
Comments
Post a Comment