কবিতা ।। আমাদের পতাকাটি তেরঙা জমজমাটি || জয়ন্ত চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

কবিতা ।। আমাদের পতাকাটি তেরঙা জমজমাটি || জয়ন্ত চট্টোপাধ্যায়

 

আমাদের পতাকাটি তেরঙা জমজমাটি

 জয়ন্ত চট্টোপাধ্যায়

ভারতের পতাকাটি বিবিধের মাঝেই খাঁটি
পরিচয় শীর্ষে তোলে
দুশো বছর ধরে ব্রিটিশের শিকল পরে
কেটেছে কে আর ভোলে ?
পতাকার তিনটি বরন আসলে দেশের ধরন
তেরঙা নামটি যে তার
উপরে গেরুয়া ছোপ মাঝে তার শুভ্র আরোপ
নীচে পাই সবুজ বাহার।
অশোকের চক্র মাঝে চব্বিশ দাগেও সাজে
নীল রঙে রাঙা আছে
ন্যায় ও ধর্মনীতি গতিসুখ আর প্রগতি
মানে তার বুঝি পাছে।
গেরুয়া প্রতীক ত্যাগের বৈরাগ্য-অনুরাগের
মহাজন কথাই সেটা
সাদা মানে পবিত্র মন সত্য,শান্তি কথন
এদেশের আদর্শ তা।
সবুজে তারুণ্য ভাব নির্ভীক কর্মী-স্বভাব
শপথে এগিয়ে চলার
পতাকা যখন ওড়ে থাকি সব স্বপ্নঘোরে
স্মৃতিকথা শুধুই বলার।
ভারতের ইতিহাসে এ ধ্বজা দিব্য হাসে
শহিদের মুখের মেলা
মহান এই দেশের নীতি মিলনের মধুর গীতি
পাখি গায় দিন দু-বেলা।
প্রগতি সাম্য কথা ঐক্যের মালায় গাঁথা
জনগণ হৃদয়ে বই
জাতীয় দিবস এলে সবকিছু হিসেব ঠেলে
আমরা মিলিত হই।
তেরঙা জাতির সুরে দিবসের প্রহর জুড়ে
ওড়ে ওই প্রণাম করি
কেউবা স্যালুট করেন বেদিতে ফুলমালা দেন
ধ্বজাটি বুকেই ধরি।
==================

জয়ন্ত চট্টোপাধ্যায়

গোপেশ্বরপল্লি,বিষ্ণুপুর,বাঁকুড়া ।

  

No comments:

Post a Comment