কবিতা ।। স্বাধীনতা ।। -প্রতিমা বিশ্বাস সাহা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

কবিতা ।। স্বাধীনতা ।। -প্রতিমা বিশ্বাস সাহা

স্বাধীনতা

-প্রতিমা বিশ্বাস সাহা

এ কোন্ দেশে বাস করছি আমরা 
ছিঃছিঃ লজ্জায় মাথা কাটা যায়
এখানে রক্ষকের বেশেই ভক্ষক
গরিবের লাশের হিসেব চায়।

নতুন প্রজন্মের ভার তাদেরই হাতে
ইচ্ছে করে চিৎকার করে কাঁদতে 
পঁচাত্তর বছর হলো হয়েছে দেশ স্বাধীন 
কিন্তু আজও স্বাধীনতা কোথায়? রয়েছি পরাধীন
বিলাসিতা চলে ওদের গরিবের রক্তে
গাড়ি বাড়ির মালিকানা, রক্তমাখা হাতে
অর্ধেকের বেশি মানুষ অনাহারে,অর্ধাহারে 
অথচ ঘর ভর্তি কালো টাকার পাহাড়ে

এ কোন্ দেশে বেঁচে আছি আমরা
স্বাধীনতা পেয়েছে কি শুধু ওরাই ?
আর যারা রাস্তার ধারে ফুটপাতে ঘুমায় বাটি হাতে বসে পথে ছিন্ন বস্ত্রে জীর্ন গায়
তাদের কি কোনো স্বাধীনতা নাই?
সবাই বাঁচতে চায়, স্বাধীনতাও চায় সবাই
জাগো, ঘুরে দাঁড়াও, এবার হয়েছে সময়, 
প্রস্তুত আমি, তুমিও প্রস্তুতি নাও।
=================
 

                      

       
প্রযত্নে- অমল বিশ্বাস
সেবক পল্লী
পোঃ + থানা- রায়গঞ্জ
জেলা-উত্তর দিনাজপুর

No comments:

Post a Comment