১৫ আগস্টে যে কথাগুলো মাথায় আসে
চন্দন মিত্র
নিষ্কৃতিনগর থেকে অশ্রুবাষ্পভরা মেঘ এসে
দারুণ ভেজাচ্ছে আমাদের।
বৃষ্টি তো নয়, বন্ধুদের ঘাম-রক্ত-হাসি-স্বপ্ন
শিউলির মতো ঝরছে টুপটাপ।
ভিজতে ভিজতে আমরা হারিয়ে ফেলছি
পরম্পরা নবীকরণের মোহ
এবং নিঘর চারণের মতো চরছি দেশময়।
ক্রমশ বিশেষ থেকে নির্বিশেষ হয়ে উঠছে
একটি মহার্ঘ দিন, দিনে দিনে।
নিছক নিষ্প্রভ দিনগুলোও কাতারে দাঁড়াচ্ছে তার
হাতে হাত রেখে।
পুরাকালিক বন্ধুরা প্রাণ নিংড়ে হেসেছিল বলে
আজ এই জিলিপি বিস্কুটভোর।
তাদের কেউ কেউ বহুলচর্চিত পত্র ও পুষ্পে
সিংহভাগ নিছক পলাশ; শুষ্ক ও শোণিতহীন।
প্রতিবেশী গৃহে, দূর বনে, টোলায়-বস্তিতে
পাহাড়ে পাহাড়ে আবারও জাতিস্মর তারা
প্রাক্তন ভূমিকায় রাখে টানটান ছিলা।
নিষ্কৃতিনগরকে দেশময় ব্যাপ্ত করে দিতে গিয়ে
তারা সব অশ্রুবাষ্পভরা মেঘ হয়ে যাচ্ছে ...
================
চন্দন মিত্র
ভগবানপুর (হরিণডাঙা)
ডায়মন্ড হারবার, দক্ষিণ চব্বিশ পরগনা।

Comments
Post a Comment