সহজে শহিদ
অরবিন্দ পুরকাইত
ভাবছ কেন, পথের ধারে শহিদবেদি পাবে
নেতাদের কি মরলে চলে, চলবে দেশ কীভাবে!
মরে গিয়ে অমর হওয়া তাতেই যাবে তরে
অমর হওয়া সোজা তো নয়, সহজে তা জোটে!
গুরু দায় তো নিলাম সেধে দেশের সেবার তরে
দেশের জন্যে প্রাণটা দিতে কুণ্ঠিত নই মোটে।
কিন্তু এটা ভাবতে হবে আবেগ দূরে রেখে
কর্মী মেলে হাজার লাখে নেতা মেলে ক'জন!
নেতার দামি প্রাণ রক্ষা একান্ত প্রয়োজন
শিক্ষণীয় সেটাও কি নয়, ক'জন সেটা শেখে!
দেখো আমরা জন্মনেতা – যে দলেতে যেমন,
স্বাধীন দেশে শহিদ হওয়ার সুযোগ কোথায় তেমন!
বিরল সেই সুযোগটা পাবে, জীবন পাবে মানে
পরিবারের বাড়বে যে মান শহিদের কল্যাণে।
* * *
অরবিন্দ পুরকাইত, গ্রাম ও ডাক — গোকর্ণী,
থানা — মগরাহাট, জেলা — দক্ষিণ চব্বিশ পরগনা,
ডাকসূচক সংখ্যা — ৭৪৩ ৬০১।

Comments
Post a Comment