হয়তো স্বাধীনতা
কাশীনাথ হালদার
কথা বলা এবং না-বলা
অথবা কথা বলতে বলতে দ্বিচারিতা
হয়তো স্বাধীনতা!
কাজ করা এবং না করা
অথবা কাজের জন্য অকাজে সহযোগিতা
হয়তো স্বাধীনতা!
কিছু মানা এবং না মানা
অথবা অমান্যতার দোহাই দিয়ে অমান্যতা
হয়তো স্বাধীনতা!
কতো সৃষ্টি এবং অনাসৃষ্টি
অথবা সৃষ্টিসুখের নামে পাপাচারিতা
হয়তো স্বাধীনতা!
স্বাধীনতা এবং পরাধীনতা
অথবা স্বাধীনতার নামে পরাধীনতা
হয়তো স্বাধীনতা !!
**********************
ঠিকানা :
কাশীনাথ হালদার
জেলেরহাট • পোঃ - দোলতলা ঘোলা
থানা - বারুইপুর • জেলা - দক্ষিণ ২৪ পরগনা
পশ্চিমবঙ্গ • ভারত • ডাকসূচক - ৭৪৩৩৭৬।
Comments
Post a Comment