বিশ্বভুবন উঠল মেতেমহাকবির ছন্দ গানে,তোমার সৃষ্টির অমৃত সুধাচিত্তানন্দ মানব প্রাণে।তোমার গানের রসাস্বাদনেতৃপ্তি জাগায় বিষাদ মনে,কাব্য পাঠে মনের খোরাকস্বপ্ন দেখায় নতুন প্রাণে।প্রাণের কবি রবি ঠাকুরতোমায় পূজি হৃদি মাঝারে,বাংলা সাহিত্যের মহাসমুদ্রতোমার সৃষ্টি বিশ্বজুড়ে।জল পড়ে পাতা নড়েকবিতার ছন্দ এলো প্রাণে,আছো হৃদয়ে প্রকৃতির শোভায়শিশু-কিশোর সর্ব স্থানে।চিন্ময়ী রূপ রবি ঠাকুরশ্রদ্ধাঞ্জলি বিনয় বরণ,জ্ঞানসমুদ্রে অসীম অতলপঁচিশে বৈশাখ করি স্মরণ।____________________স্বপনকুমার মৃধামুম্বাই মহারাষ্ট্র
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।

Comments
Post a Comment