বিশ্বভুবন উঠল মেতেমহাকবির ছন্দ গানে,তোমার সৃষ্টির অমৃত সুধাচিত্তানন্দ মানব প্রাণে।তোমার গানের রসাস্বাদনেতৃপ্তি জাগায় বিষাদ মনে,কাব্য পাঠে মনের খোরাকস্বপ্ন দেখায় নতুন প্রাণে।প্রাণের কবি রবি ঠাকুরতোমায় পূজি হৃদি মাঝারে,বাংলা সাহিত্যের মহাসমুদ্রতোমার সৃষ্টি বিশ্বজুড়ে।জল পড়ে পাতা নড়েকবিতার ছন্দ এলো প্রাণে,আছো হৃদয়ে প্রকৃতির শোভায়শিশু-কিশোর সর্ব স্থানে।চিন্ময়ী রূপ রবি ঠাকুরশ্রদ্ধাঞ্জলি বিনয় বরণ,জ্ঞানসমুদ্রে অসীম অতলপঁচিশে বৈশাখ করি স্মরণ।____________________স্বপনকুমার মৃধামুম্বাই মহারাষ্ট্র
সূচিপত্র বস্তু, চেতনা এবং কবি ।। সজল চক্রবর্তী দ্বন্দ্বমূলক বস্তুবাদ আলোচনায় নব দিগন্ত ।। রণেশ রায় দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ও সন্নিহিত অঞ্চলের কথ্য শব্দ ।। অরবিন্দ পুরকাইত চাঁদে জীবন ।। শমীক সমাদ্দার অসমাপ্তি ।। মহুয়া হুই গ্যালাক্সির শব্দে ।। জাসমিনা খাতুন তিনটি কবিতা ।। দিবাকর সেন অপূর্ণতার শেষ অধ্যায় ।। সুপ্রিয় সাহা হাফ ডজন ছড়া ।। স্বপনকুমার পাহাড়ী স্বাপ্নিক অমলের ঘুৃম ।। সঞ্জয় দেওয়ান দুটি কবিতা ।। সৌমিত্র উপাধ্যায় পথ চলতি ✍️পার্থ প্রতিম দাস হেমন্তের বিষাদ ছুঁয়ে ।। শক্তিপদ পাঠক রাই আর বাবা ।। অদিতি চ্যাটার্জি স্থিতিশীল ।। রঞ্জিত মুখোপাধ্যায় হৃদয়ের শূন্য কোড ।। লিপিকা পিঙ্কি দে অমানিশা ।। সৌভিক মুখার্জী দৃষ্টিগত ।। শামীম নওরোজ জ্যান্ত ভূতের গপ্পো ।। পার্থ সারথি চট্টোপাধ্যায় ধুতরা ফুলের ঘ্রাণ ।। মজনু মিয়া তারা খসার আলোয় ।। তীর্থঙ্কর সুমিত উত্তরণে অন্তরায় ।। সমীর কুমার দত্ত প্রেম মুদ্রা ।। বিবেকানন্দ নস্কর ধারা ।। লালন চাঁদ অন্যের ব্যথায় ব্যথি ।। জগদীশ মণ্ডল গর্ভ ।। শাশ্বত বোস ভ্রমণ বিষয়ক স্মৃতিকথা ।। মানস কুমার সেনগুপ্ত শাপে বর ।। সাইফুল ইসলাম রবিবার ।। সঙ্ঘমিত্রা দাস দুটি ...

Comments
Post a Comment