ছড়া ।। নজরুল ।। দুর্গা চরণ ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 17, 2022

ছড়া ।। নজরুল ।। দুর্গা চরণ ঘোষ



বোশেখ দুপুর গুমোট গরম

     বৃষ্টি নাই এক টুপ

গাছগাছালি পাখপাখালি

   সবাই কেমন চুপ।

জানলা খুলি লাগলো গায়ে

    তপ্ত রোদের ঝাঁঝ

দূর নীলিমায় উঠছে ভেসে

    সুরের কারুকাজ।

সুর ওঠে কার? সুর ওঠে কার?

    চিনতে কি হয় ভুল!

তাকিয়ে দেখি বাঁশি হাতে

     দাঁড়ায়ে নজরুল।

পশ্চিমেতে আকাশ রাঙা

    ওই উঠেছে ঝড়

আঁধার করা মেঘের মিছিল

    বাজ হাঁকে কড় কড়।

শুরু হোল প্রলয় নাচন

    কালবোশেখী নাচ

কাঁপছে বাড়ি দালান কোঠা

    দুলছে যতো গাছ।


বিজলি আলোয় কার ছবি ওই

     তাকিয়ে জুল জুল!  

এই ছবি তো সবার চেনা

    বিদ্রোহী নজরুল।

++++++০০০+++++++

দুর্গা চরণ ঘোষ
খোশনগর
যাত্রা
বীরভূম
৭৩১১২৪



No comments:

Post a Comment