কবিতাগুচ্ছ ।। তাপসকিরণ রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 17, 2022

কবিতাগুচ্ছ ।। তাপসকিরণ রায়



কুয়াশা সরে গিয়ে 

অন্য আর একটা দৃশ্যের অপেক্ষায় ছিলাম।

তোমার শরীরান্তর থেকে ভ্যানিশ ম্যাজিকের আরম্ভ হয়েছিল l

রহস্য এখান থেকেই শুরু--

একটা সত্ত্বা কিলবিলিয়ে উঠলো

আর আমি তোমায় পাবার অপেক্ষায় 

কুয়াশা সরিয়ে যাচ্ছি, আর সরিয়ে যাচ্ছি…


ডাল ভাত 


আমি ডাল ভাত খেয়ে বড় হলাম

এবং একদিন ডাল ভাত খেতে খেতে…

এবং আমার মত কোটি কোটি 

মানুষগুলি ঠিক এমনি ভাবে 

জীবনের শেষ অংক পার করে গেল... 

এবং তুমি সে পৃষ্ঠা সরিয়ে রাখলে, 

নেহাত কলমের দু'খোঁচায় 

লক্ষ লক্ষ মানুষের জীবনীএঁকে দিলে।  

শেষ, ওরা ডাল ভাত খেয়ে চলে গেল..   

আর কিছু লেখা নেই, 

দুটো দাড়িচিহ্নে শেষ হল-- 

সভ্যতার সিংহভাগ।


তোমার ছোঁয়া


তোমার ছোঁয়া আমার মনের খোরাক, 

এভাবে আমি দীর্ঘ দিন কাটিয়ে দিতে পারি। 

এক টুকরো সবুজ ঘাসে পা পেতে পেতে চলার স্পর্শ খুঁজে পেতে পারি। 

এক টুকরো রোদ নিয়ে শিশুদের মত খেলা করতে পারি, 

আকাশের রং কিংবা ফুলের সৌন্দর্য নিয়ে অপেক্ষায় আছি তোমার জন্য। 

তুমি আসবে বলে চিহ্নিত জিজ্ঞাসার মোড়ে তুমি আমি 

এবং সময়ের টুকরোগুলি জুড়ে জুড়ে একটা জীবন গড়ে উঠছে।

 

*******************

 

No comments:

Post a Comment