খুব একটা প্রত্যাশা ছুঁয়ে যায়নি কখনও
খুব একটা আপন হয়নি রাস্তার ধুলো
শুধু গুছিয়ে তুলে রেখেছি রোদের স্নান
বৃষ্টির আড়ামোড়া ভাঙার গল্প
রাতের শিশিরের পাশে পা ঝুলিয়ে বসে থাকা তারাদের
আর অশরীরী তোমার পায়ের ছাপ
কোনোদিন কোন জ্বর কাবু করেনি
শুধু মাথার ওপর ঝিমঝিমে বাতাস
দু-একবার ঘুম পাড়ানোর চেষ্টা করেছিল
কিন্তু প্রত্যাশা ছুঁয়ে যায়নি বলেই এঁটো খুঁটে খুঁটে যাচ্ছি
ঘুম আসে না, ঘুম আসেনি তখনও
-------------
পলাশ দাস
c/o-প্রদ্যুৎ দাস
ঋষি অরবিন্দ সরণি ,
সরকার বাগান
উত্তর পূর্ব -ন পাড়া
পোস্ট -ন-পাড়া
থানা -বারাসত
জেলা -উত্তর 24 পরগনা
কলকাতা -700125।

Comments
Post a Comment