কবিতা ।। জোছনা ।। মহাজিস মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 17, 2022

কবিতা ।। জোছনা ।। মহাজিস মণ্ডল



জোছনার কথাগুলো লিখে 
মনের ক্যানভাস ছুঁয়ে 
রূপকথার নদী বয়ে যাচ্ছে দূরে

নক্ষত্রের বারান্দায় দাঁড়িয়ে
স্বপ্নের অক্ষরগুলো ছড়িয়ে দিচ্ছে কেউ
অনন্তের সুদূর সীমানায়

জোছনার ঘরবাড়িতে আলো জ্বলে
ভালবাসার দিগন্ত রাঙিয়ে অনবরত... 

        -----০-----
 
মহাজিস মণ্ডল
সবুজলেন,
নবপল্লী(১২ ফুট),
২২ বিঘা রোড,
জোকা,
কলকাতা-৭০০১০৪



                          -০-

No comments:

Post a Comment