জলের উৎস থেকে তুলে আনি জল
আর্ত চাতকের চিৎকার
পিপাসার সাহারায় পুড়ে যায় ক্লান্ত দুপুর ।।
হাত থেকে ফসকে যায় জীবন
ফসকে যায় জল
ছায়া ছায়া সরাইখানা
মুখরিত উৎসব। কবিগানের মহড়া। শ্রোতা নেই ।।
পিপাসায় ভাসে কাঠ কয়লা
ভেসে যায় শুকনো গোলাপ
বার্তাহীন প্রান্তরে মিছিল। রক্তে ভেসে যায় পিপাসার নদী ।।
অসম জীবন
তাপসী সন্ধ্যা নামে শৈশবের কলতলে
বৃষ্টিধোয়া আকাশ
পুরোনো স্মৃতিগুলো ফেলে আসি কিংখাব মোড়া শহরে ।।
আমাদের আসা যাওয়া
গুণে রাখি পেতলের তামস আঁধারে
আজ আছি কাল নেই। যেতে হবে। চলে যাই গানের বিরামে ।।
________________________________________________________
হামিদুল ইসলাম। গ্রাঃ+পোঃ=কুমারগঞ্জ। জেঃ=দক্ষিণ দিনাজপুর। মোঃ+হোঃ=8637316460।
________________________________________________________

Comments
Post a Comment