সেই ছেলেটা প্রগতিশীল কবি
সেই ছেলেটা আঁকত কত ছবি
সেই ছেলেটা সাম্যবাদের গানে
সেই ছেলেটা সংগ্রাম জাগায় প্রাণে
সেই ছেলেটা কালীঘাটের ছেলে
সেই ছেলেটা নয় যে এলেবেলে
সেই ছেলেটা প্রথম লেখে 'সঞ্চয়ে'
সেই ছেলেটা বয়স তার আট-নয়ে
সেই ছেলেটা নয় সে মোটে তুচ্ছ
সেই ছেলেটা লেখে 'গীতিগুচ্ছ'
সেই ছেলেটা সুখ দুঃখের কবি
সেই ছেলেটা নিপীড়িতের ছবি
সেই ছেলেটা যখন বয়স কুড়ি
সেই ছেলেটা ভোকাট্টা এক ঘুড়ি
সেই ছেলেটা কী নামে সব জানত
সেই ছেলেটা তরুণ কবি সুকান্ত
____________________
শক্তিপদ পণ্ডিত
বেহালা, কলকাতা - ৭০০০৩৪

Comments
Post a Comment