কবিতা ।। হাতেখড়ি ।। অসীম মালিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, February 21, 2021

কবিতা ।। হাতেখড়ি ।। অসীম মালিক



লিখতে অ আ পারে না মা
করতে পারেনা সই।
মায়ের চোখে লেখা দেখি
সব রকমের বই।

বিজ্ঞান আছে, ইতিহাস আছে
ভূগোল আছে ঠাসা।
আঁকতে পারেনি ক্যানভাসে কেউ
মায়ের ভালবাসা।

মায়ের রক্তে বর্ণমালা,
বুকের দুধে ভাষা।
মায়ের চোখে লেপ্টে আছে
শিক্ষাগুরুর আশা।

পাঠ নেয়নি মায়ের কাছে,
কেউ কি এমন আছে?
সবার দেখি হাতেখড়ি,
সেই তো মায়ের কাছে।

মায়ের দুধেই লাল হয়েছে
একুশ রক্তেলেখা।
একুশ আমার বাঁচার ভাষা
মায়ের কাছে শেখা।
___________________________
 
 
 
Asim Malik
Village -Sitalpur,PO.-Arandi, P.S.-Arambagh,Dist-Hooghly,
Pin Code No.-712413, West Bengal, India, Mo.-9593504996

No comments:

Post a Comment