কবিতা ।। "অমর একুশ" কে মনে রেখে ।। সঞ্জীব সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, February 21, 2021

কবিতা ।। "অমর একুশ" কে মনে রেখে ।। সঞ্জীব সেন



 

সজনে গাছের ফাঁক দিয়ে রোদ এসে পরেছে

দূর হতে ভেসে আসছে প্রভাতফেরীর গাওয়া  সেই গান

আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো  একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি

ওরা আজ  শহীদের বেদিতে সম্মান জানাবে

সারাদিন বিষাদপ্রাঙ্গন বিষাদগানে ভরে উঠবে

ওই তো সালামার ভাই রফিকের মেয়ে,

ওরা কি জানে  ১৯৫২ সাল,২১ফেব্রুয়ারি  ঢাকার রাজপথে শহীদের রক্ত মিশেছিল পলাশের রঙে

প্রভাতফেরী আমাকেও সঙ্গে নিও

প্রাণের ভাষা বাঙলা  ভাষা

আমিও বেদিতে রাখবো রক্তিম পলাশফুল

বাঙ্গলা ভাষা আমারও প্রাণের ভাষা


===============

সঞ্জীব সেন

পানিহাটি গৌরাঙ্গ ঘাট রোড

পোস্ট পানিহাটি

কলকাতা114

7980188285




No comments:

Post a Comment