বাংলা ভাষার মধূর সুরে
যাচ্ছে বাউল পথে,
মন মেতেছে সুরের ভেলায়
একতারাটি হাতে।
ঢেউয়ের তালে নৌকা দুলে
যায় যে মাঝি দূর,
কন্ঠে তাহার বাংলা ভাষার
ভাটিয়ালি সুর।
বাংলা আমার প্রাণের ভাষা
বাংলা আমার মা,
পল্লীগীতি-লোকগীতি
কিংবা টুসু গা।
কোথায় আছে এমন ভাষায়
প্রাণ জুড়ানো গান,
গরমকালে শীতল সমীর
যেমন জুড়ায় প্রাণ।
সেলাম তোমায় অমর শহীদ
বাংলা ভাষার লাগি,
রফিক,সালাম,জব্বার,বরকত
উঠেছিলেন জাগি।
-------------------------------------
সাইফুল ইসলাম
গ্রাম-বর্দ্ধন পাড়া
ডাকঘর-পঞ্চহর
জেলা-বীরভূম
ফোন-৯৬৪১৭৭০০১৯


Comments
Post a Comment