অনেক হয়েছে
শুকনো খটখটে পাতার ভেতর থেকে কোকিলটা আবার ডাকছে।
জানিনা কেন মন আজ অন্য খাতে বইছে।
হাওয়ায় নাচছে পর্দা, দিচ্ছে জোরে বাতাস।
চেনা গন্ধ কেন বারবার মনকে এতো মাতাস।হাওয়া করে তোলপাড়,মন হয়েছে অন্য।
জানি সেটা নিজের নয়, পশুর মতই বন্য।
মন যদি আজ আর বস মানতে না চাই।
দূরের ছোট্ট চাঁদকে মনে হচ্ছে আজ বৃহৎ, অতিকায়।
লিখছি যখন কবিতা ,হয়েছি স্বভাব কবি। জগতের সবকিছু এখন, মায়া আর ছবি।
ভেবে ভেবে মাথা যখন করছে আমার গড় পাক। এবার মনকে বলতেই হবে অনেক হয়েছে, আর না , এবার থাক।
================
তৃণা মুখার্জী
গনপুর, পূর্ব বর্ধমান


Comments
Post a Comment