কবিতা ।। সংঘমিত্রা সরকার কবিরাজ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। সংঘমিত্রা সরকার কবিরাজ



ভালো থাকা 



পথকে আমি ঘর করেছি ,
পুলিশ কাকু মারোই যতো
প্যাটে মুদের ভাত নাইগো
ঘরে আর রইবো কতো?

মরার ভয় কার না থাকে
সবাই ভালো বাঁচতে চায়
খিদের চেয়ে বড় অসুখ
পৃথিবীতে আর তো নাই।

ডিমের গাড়ি দিয়েছিলাম 
বড় রাস্তার মোড়ের ধারে
টাকা না পেয়ে ভাঙলো পুলিশ
গাড়িটাকে উল্টে ধরে।

চেয়েছিলো ঘুষ একশো টাকা 
পারিনি দিতে কুথায় পাবো
টাকায় যদি থাকবে তবে
রাস্তাতে কেন মরতে যাবো?

ঘরে আমার  বোনের অসুখ
বাবার শরীরও নেই ভালো
তিনদিন ধরে পাইনি খেতে
এখন উপায় তোমরা বলো।

হোক করোনা সেটাই ঠিক 
মরে গিয়ে বাঁচবো এবার
মানুষ হয়ে জনম নিতে
পরজন্মে ভাববো দুবার।

========
সংঘমিত্রা সরকার কবিরাজ
বীরভূম।



No comments:

Post a Comment