জলছবি
ফুটপাতের ঐ হাড় বেরোনো মায়ের কোলে
ধূলো মাখা ছেঁড়া জামায় ল্যাংটা ছেলে।
ছিনে জোঁকে মাঠ ঘাট আজ ছেয়ে ফেলেছে
চাষীর দল রক্ত দিয়েও কাজ করে চলেছে ।
শ্রম বেঁচে শ্রমিক দিন গুজরান করছে
ওদের ফসল বেঁচে কত আধুনিক গাড়ি চড়ছে।
কেউ গড়ছে কেউ ভাঙছে আলেয়ায় ছুটছে
নিলামে উঠছে কত কেউ মজা লুটছে।
দূরের ঐ অট্টালিকায় রঙ বেরঙের বাতি জ্বলছে
গেটে বাঁধা এলসেশিয়ান চোখে মুখে কথা বলছে।
স্বাধীন স্বাধীনতা কত কথা চতুর্দিকে ঘুরছে
হাভাতে ছেলে ক্ষিদের জ্বালায় মাথা কূটে মরছে।
বাঁধন যেন চারপাশে চোখ খুললেই ভাসছে
হাজার শিকল বেড়ি তবু ভাষায় আশা আসছে।
মাটি যেমন শোষে জল তবু জলশূণ্য ভূতল
শোষণ তোষণের বন্ধনে একতল হয় বহুতল।
বেশ ভালোর বেড়ার মাঝে এই তো বেশ ভালো
পূব গগনে নতুন তপন জ্বালবে নতুন আলো।
=================
অশোক মণ্ডল
গ্রাম- আকোলপুর
ডাক-কুণ্ডলা
জেলা- বীরভূম
দূরাভাষ- 7908335734/9933152205


Comments
Post a Comment