কবিতা:০১
-----------------
অমর একুশ
বাঙ্গালির অভিন্ন প্রতীক যদি থেকে থাকে,
তাইতো হচ্ছে এই অমর একুশ।
একুশের সামনে কৃতজ্ঞতায় মাথায় নোয়ায় না,
এমন বাঙ্গালি কোথাও নেই।
শহীদের রক্ত দানে সৃষ্টি হলো অমর একুশ,
যার ভ্রুণ থেকে জন্ম নিল মাতৃভাষা বাংলা।
মহান ২১শে'র কথা আমরা এখনো ভুলতে পারি না।।
বুকে রক্ত মাখা নিয়ে শহীদ হন,
সালাম, রফিক, জব্বার, বরকত সহ অনেকে।
প্রভু হে ক্ষমা করে দাও আর করুণা তবে,
স্থান দাও তাদেরকে জান্নাতের এক প্রশস্থ ময়দানে।।
কবিতা: ০২
-----------------
-----------------
মাতৃভাষা বাংলা
রাজপথে বুকের রক্তের বিনিময়ে,
মাতৃভাষা বাংলার অর্জন।
বাংলা মোদের মাতৃভাষা,
বাংলা মোদের আশা।
বাংলা মোদের স্বপ্নের ধ্বনি,
বাংলা মোদের প্রাণ।
বাংলা মোদের উৎসাহ-উদ্দীপনা,
বাংলা মোদের প্রেরণা।
বাংলা মোদের চেতনার আলো,
বাংলা মোদের মুক্তির স্লোগান।
কবিতা: ০৩
------------------
------------------
অমর একুশে বইমেলা
বছর ঘুরে ফিরে এলো
প্রাণের মেলা অমর একুশে বইমেলা।
বাঙালি সংস্কৃতির এক অনবদ্য উৎসব
প্রাণের মেলা অমর একুশে বই মেলা।
ভাষা আন্দোলনের গৌরবের স্মৃতিকে
অস্লান করে রাখতেই এই অমর একুশ বই মেলা।
বইপ্রেমীদের আনাগোনায় মুখর হয়ে উঠে
প্রাণের মেলা এই অমর একুশে বই মেলায়।
===========================
মোহাম্মদ ইমাদ উদ্দীন
চন্দনাইশ পৌরসভা, ওয়ার্ড নং ০২, পূর্ব জোয়ারা (৪৩৮০), চন্দনাইশ,চট্টগ্রাম,বাংলাদেশ।
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps