সোমের কৌমুদীর কবিতাগুচ্ছ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

সোমের কৌমুদীর কবিতাগুচ্ছ

সব ভাষারই সবার উপর


যে ভাষার তরে ঝরেছে
হৃদয় চেরা রক্ত,
আমরা তবে হলাম কেন
ভিন ভাষারই ভক্ত!
অনেক প্রাণের বিনিময়ে
পেয়েছি এই ভাষা,
তবে কেন হচ্ছে আজ
ভিন ভাষাতে ভাসা!
অনেক প্রাণের বিনিময়ে
এই ভাষাটা পোক্ত,
হৃদয় মাঝে এই ভাষাকে
রাখব করে শক্ত।
কান্না-হাসি, ভাবের প্রদান
এই ভাষাতে করব,
সব ভাষারই সবার উপর
বাংলা ভাষা রাখব।


আর কি আছে এমন দামি ভাষা


যে ভাষাটা মা শেখালো    
         
ভাইরা তাঁদের প্রাণ হারালো,
এই ধরাতে আর কি আছে এমন দামী ভাষা      
              বল না তোরা, বল না।

যে ভাষাতে পাখিরা গায়
শুনলে সবার হৃদয় জুড়ায়,
এই ধরাতে আর কি আছে এমন মধুর ভাষা             
              বল না তোরা, বল না।

যে ভাষাতে স্বপ্ন বোনা
দিন যাপনের গল্প গোনা,
এই ধরাতে আর কি আছে এমন খাঁটি ভাষা             
              বল না তোরা, বল না।

যে ভাষাতে মাটির ঘ্রাণ
মাটির লোকের কোটি প্রাণ,
এই ধরাতে আর কি আছে এমন শুদ্ধ ভাষা             
              বল না তোরা, বল না।
 =====================================

সোমের কৌমুদী , বাংলাদেশ
মুঠোফোনঃ ০১৯১৩৪২৯০৭২