বিশ্বনাথ প্রামানিকের ছড়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

বিশ্বনাথ প্রামানিকের ছড়া


  আ মরি বাংলা ভাষা

                     

বাংলা আমার মায়ের ভাষা
            বাংলা আমার প্রাণ
বাঙলাতেই বেঁচে থাকা বন্ধু
            বাংলা তেই গাওয়া গান।

প্রানে মনে সুরের ঝর্ণা
             ঝরায় যে ভাষা
সেই তো আমার বাংলা মায়ের
           প্রাণের ভালোবাসা ।

মায়ের মুখে ভোরের বেলা
      শুনি কৃষ্ণনাম
মায়ের মুখে মাতৃভাষা
        অমৃত সমান।

শিশুর প্রথম কথা শেখায়
        মাতৃভাষায় আদর
যেন সকালবেলায় মাটির দাবায়
       নিকানো এক চাদর।

হাসি কান্না হীরাপান্না
     মুক্তঝরে ঠোঁটে
আলতো আধো ঠোঁটটি বেয়ে
   ভাষার মুক্ত ফোটে।

শিশুর মুখে আধো হাসি
      ভাষার অবয়ব
এমনধারা ভাবেই প্রকাশ
          শুধু মাতৃ ভাষায় সম্ভব।

        --------  * -------

             ২৯/০১/১৯
           সন্ধ্যা,