তাপসী লাহার কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, February 21, 2019

তাপসী লাহার কবিতা


মরম জুড়ে




ঘাসের বিছিয়ে দেওয়া মুক্তাঙ্গনে হারিয়ে ফেলি রোদ্দুর চঞ্চলতা।
ছায়ানিবিড় সবকিছুই কোন কথকতা খামে জন্মানো ভোরের শিশির।
হাত বাড়ালেই কি হারিয়ে যাবে, 
না ফিরিয়ে নেবে আমায় আবার সেই কলিতেই,গান খেয়ালে।

অথৈ  স্মৃতি হাতড়ে  বেড়ায়
  খাবার টেবিলের 
নিচে ঘুরে বেড়ানো বুভুক্ষু  সৌন্দর্য্যের   

  প্রিয় বেড়ালটাকে।


এতোটাদিন পর,এখনও মায়া ত্যাগিনি  যে, বিরহরা ভেজে গেছে বিচ্ছেদের মায়ামুখ।
অপ্রতিভ  দৃড়তায় সোনালি  স্বপ্নের অমলিন ছবিরা স্মৃতি নামে জমে যাচ্ছে,
 মুছে যাচ্ছে সুদূর পাহাড়কোলে।
মায়ের প্রিয় মুখ ভেসে ওঠে কাঞ্চনজঙ্ঘা হয়ে
আমার প্রাত্যহিক ভাষাময়তায়।
==============

তাপসী লাহা
রায়গঞ্জ