সোমনাথ বেনিয়ার কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

সোমনাথ বেনিয়ার কবিতা

অর্ধেক মানুষদের গল্প


অর্ধেক কথা পড়ি, বাকিটা বুকমার্কে রেখে
সবটা বললে ঘামের রাগ হতে পারে
চঞ্চল ফুসফুস নিকোটিনের দাবিদাওয়া নিয়ে,
গরম চায়ের কাপে অ্যারারুটের বিস্কুটের মতো নেতিয়ে যাবে ...
এভাবে বেশিদূর এগোনো যায় না!
সভ‍্যতার প্রতিটি কোণায় শ্রমের পদক্ষেপ -
তুলারাশিতে কাঁটার নিরপেক্ষতায়,
অজুহাতের অসুখে ভোগে ...
অর্ধেক বোঝে, পুরো হৃদয়ের অর্ধেক মন!
সূর্য বলে যাকে দেবতা ভাবো,
তার‌ও একটি লালসার লেজ আছে ...
স্পর্শের তাপে সংসার উনোন,
ধৈর্যশীল সরণি বেয়ে অশান্তমুখর বাতাস আসে
একলপ্তে শান্ত পুকুরে চ‍্যাটচ‍্যাটে কাদার চর
বিন্দুমাত্র না নড়ে,
কোমড় পর্যন্ত ডুবে থাকার নাম জীবন
অর্ধেক হাত পাবে, বাকিটা শর্তাধীন!
ইতিহাস নিছক একটি পাঠ‍্যব‌ই
রক্ত-মাংস লেগে গেলে মলাট পালটে যায় ...

----------------------- * ------------------------

সোমনাথ বেনিয়া, নিমতা, কলকাতা

No comments:

Post a Comment