বলাই দাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

বলাই দাসের কবিতা

একটু ভাবো তাদের কথা
    *******************

সকাল থেকে সন্ধ্যে হাতুড়ি পিটিয়ে যাই
    শ্রমিক আমি স্বপ্নেরজাল হাতুড়ি পিটিয়ে খালাস। 
ইমারতি প্রহসন তোমরা কর দিনরাত
    ভাঙাঘর অস্থি চামড়াসার শীর্ণ শরীর
    জীবনপথে কত নবীন বসন্তকাল নিরাশার দুয়ারে
    চোখের জল ফেলে নিরবে.....
দীঘিজল মেঘছায়া খেলাকরে
তখন এ বিশ্বনিখিল বড় মায়াময় মনে হয়
অর্ধেক স্বপ্ন-অর্ধেক স্মৃতিময় জীবন
ফোটে রৌদ্রকরোজ্জ্বল ছদ্মবেশী দিন জানে না 
গাঢ় আলতা ছাপ পা প্রেয়সীর কপালে জোটে না!
     ওদের ছলকৌশল চলে এমনি রাতদিন
ঠোঁট ছোঁয় ঐ স্বপ্নচারিণী
রহস্যময় সৃষ্টির সুতীক্ষ্ণ অভাবী  আহ্বান।

শাল পিয়ালের বন শুয়ে আছে প্রণয়িনী
শীত রোদ্দুর-- শীতবস্ত্রহীন পোড়াকাঠের তাপ দেহে জড়াই
শুকনো মাটির কান্না স্তব্দ সারা ধানক্ষেত
কুবের পুরীর চাবির আশায় জাগে
অনুজ্জ্বল নক্ষত্র সারারাত

কপালে ভাঁজ অক্ষরহীন বেদনাভরা হৃদয়
ফসল সম্পদ সব যায় ওদের গোলাঘরে 
মাটির জীর্ণ কুটির নয়নজুলির জল সদ্ভাবনা আমাদের
  তণ্ডুলহীন ক্লান্ত শিশু মায়ের বুকে কান্না
   কেমন করে তোমরা আকাশে করো বিচরণ ? 
    পুকুর খাল বিলে জীবন যাদের তাদের  কথা এবার একটু  
     ভাবো, যারা এনে দিয়েছে তোমাদের আলাদীনের আশ্চর্য প্রদীপ !
  """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
















বলাই দাস, মেচেদা, পূর্ব মেদিনীপুর।

No comments:

Post a Comment