সুমনজিৎ চ্যাটার্জির কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

সুমনজিৎ চ্যাটার্জির কবিতা

কৃষ্ণগহ্বর 



নুইয়ে মাথা গল্প শোনার কালে
হাতের মুঠি ঊর্ধ্বে  ওঠে ফের
শ্রেণীর কাছে বন্ধকী ঋণ বাড়ে
প্রশস্থ হোক রাস্তা বারুদের

চাপের কাছে তোষণ জলে তুমি
আর নাম ভিজাবে কত
ক্রুর হাসির আড়াল তুলে এবার
সামনে আনো শোষকনামার ক্ষত

জানি তোমার লাল চোখেতে ভয়
স্বরকাঠিটাও অন্য কেউ মাপে
তবু জীবন আলোর কাছেই আজও
স্পর্ধা গুলো জমিয়ে সব রাখে
***************************














 সুমনজিৎ চ্যাটার্জি
 রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান।

No comments:

Post a Comment