মালিক প্রভু
মালিক প্রভুর চোখ রাঙানো,
সময় কি-দেয় ঘামের দাম।
জখম করে নরম ফুলের,
ইচ্ছে মত বসিয়ে নাম।।
সুযোগ খুঁজে সদ্ব্যবহার,
পুঁতবে তোমায় কবর খুঁড়ে।
ভিজবে মাটি রক্ত লালে,
পাথর বুকে আছড়ে পড়ে।।
দেনার চালে ফুটিয়ে পায়েস,
সুদের হারে খাওয়ানো হোক।
সায়াহ্নে সেই ফিরতি পথে,
দিনের আলো বিকছে শোক।।
সেই দিনটার স্বপ্ন দেখে,
কাটছে অনেক নতুন বছর।
মৃত্যুগুলো ধার ঘেসে না,
ইচ্ছে নতুন আনবে প্রহর।।
=========================

Comments
Post a Comment