সুনন্দ মন্ডলের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 16, 2018

সুনন্দ মন্ডলের কবিতা

শ্রমজীবীর কথায়



আমার যা কিছু শক্তি আর সাহস,
বোঝা নিয়ে গড়ি সুখের পাহাড়।
তুমি পেতেছ সেখানেই আরাম মাদুর
আমার ঘর পোড়ে আর ঘামে অনিবার।

আমার মানসিক ভিতে গড়া দুনিয়া
কলম চালাও তুমি কেবলই কাগজে।
বুঝে নিই পাওনা-কড়ি খাটুনির দাম
যা দিয়েছো তুলে, নিয়েছি মুখ বুজে।

আমার সোহাগে মোড়া তোমার চাদর
পিটিয়ে পিটিয়ে নির্মল করেছি কত।
হাহাকার মনেই রয়ে গেছে এতদিন
কাজের খাদে করেছি নীরব মিছিল শত।

আজ সময় এসেছে মুখ তুলে দাঁড়াবার
আমিও নই হীন, থাকবনা আর পদানত।
সুখের ঠিকানা দিয়েছি তোমাকে হাজার
আমিও আজ পেতে চাই সুখ একটু তো!
-----------

সুনন্দ মন্ডল
কাঠিয়া, মুরারই,বীরভূম।

No comments:

Post a Comment