প্রদীপ মণ্ডল
মজার ছলে নাকটা যেই ধরলাম কিনা আমি
টগবগিয়ে উঠলো সে রাগে।
রক্ত চোখে হুংকার ছেড়ে বললো আঙুল তুলে
ক্ষতিপূরণ তুমি দাও আগে।
কি চাস বললাম যেই ভীষণ কপট রেগে
বললে, কথাটি দাও আগে।
গালটি টিপে যেই না দিলাম মৌন সম্মতি
পায় কে আর তাকে বাগে!
মুচকি হেসে লম্বা ফর্দ গুঁজে দিয়েই কানে
চতুরোক্তি, কথা দিয়েছো আগে।
দিইনি কথা বলতেই টের পেলাম নিজের ভুল
কিল বসালো পিঠে সে রাগে।
অগত্যা বেচারা নিত্যানন্দ ছুটলাম নিয়ে বাজার
শোধ তুললো সে মনের রাগে।
আলতা চিরুনি নখপালিশ আরো কত কি
নিয়েই বাজার ছাড়লো আগে!
মিটিমিটি হাসি নিয়ে যেই বেরিয়ে এলাম আমি
লাফিয়ে লাফিয়ে চললো সে আগে।
চলতে চলতে টুক করে যেই নিলাম তুলে কোলে
ভালোবাসা পেলাম গালে একটি আগে।
============
প্রদীপ মণ্ডল
জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ
Comments
Post a Comment