রঞ্জন চৌধুরী
এই দেখুন কী বোকা আমি
মুখ ফসকে কী বলতে আলটপকা কী বলে ফেললুম
ভালো নেই এ কথা বলবো না বলবো না বলেও বলে ফেললুম
শত ব্রম্ম্য সত্য হলেও বেমালুম ভুলে গিয়ে
সে কথা পাখি পড়া খাঁচা ভেঙ্গে বলেই ফেললুম
ভালো নেই। অর্থাৎ খারাপ আছি
অথবা মন্দে আছি, ইত্যাদি, ইত্যাদি .....
এমন কথা চিরঋণ নিয়েও বলতে নেই
ভয় পেতে হয়
রাজনীতির বাহকরা এসে ঠেঙাতে পারে
প্রেস এসে হামলে পড়তে পারে
কিংবা কিয়ৎ আহা-উঁহু.....
ভালো নেই এ কথা বলতে নেই
বলুন পর্যাপ্ত ছ্যাঁ ছ্যাঁ নিয়েও
মা ইয়ের কৃপায় ভালোই আছি....
এ কথা আমার নয়
আহারঅন্ন কুড়োতে আসা রেশনের লাইনে
এক রোগাটে পাংশুটে ঋজুরেখাবলি ভদ্রলোক
ঝড়াখসা সময়ের দিকে তাকিয়ে
সর্বান্ত:করণ সমর্পণের ভঙ্গিতে বলেছিল
** * **
রঞ্জন চৌধুরী।
রাধাগোবিন্দ পল্লী।মা সারদা শেলাই স্কুলের পাশে। পো: সোনারপুর। কলকাতা-৭০০১৫০।
Comments
Post a Comment