কবিতা ।। বসন্ত আজ ।। দেবযানী পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। বসন্ত আজ ।। দেবযানী পাল

বসন্ত আজ

দেবযানী পাল 


মৃদু বসন্ত বাতাসের ছোঁয়া
পথ হারা মন গেল খোয়া
কার তরে!যে বিলাপ করে।

দখিনা হাওয়ার পদ্ম অনুরাগে
মন যে অবেলায় সকাশে ভাগে
কেন সই!চুপিতে একথা কই।

পলাশ ভোরের আদুরে আলো
নিত্য দিনের এই মন জুড়ালো
আহা স্বপ্ন?সে তোঅর্ধসত্য নগ্ন।

কৃষ্ণচূড়ার আবির রঙে মেতে
পা চলে ওই সবুজ ফসল ক্ষেতে
মন হারানো!জীবনকে রং মাখানো।

কোকিলের কুহু সুর বিহ্বলতায়
 আর পাখির কূজন মাদকতায়
পথ হারাই!সেই নস্টালজিয়া 

 জীবন ছুটছে নিত্যসময় তাগিদে
  বহতা দিন যদি দেয় ফাঁকি যে
এইবেলা! চলে তার নিত্য খেলা।

   আয় বসন্ত, সব দুঃখ ভুলে
    পৃথিবীর ওই পট রাঙামূলে
   বিভেদ মুছে,স্বপ্ন খুঁজে খুঁজে।

No comments:

Post a Comment