আমার দেশ
সাইফুল ইসলাম
বৈচিত্রের মাঝে ঐক্য সে যে আমার দেশ
সাগর নদী পাহাড় পর্বত বৃক্ষের নাই শেষ।
নানা জাতি নানা ভাষা নানা মত হেথা
নানা পোশাক পরিচ্ছদে নানা উৎসব যেথা।
সাগরজলে লক্ষ লহর পর্বত রয়েছে থির
একুল ওকুল ভাসায় নদী কখনো বহে ধীর।
পাহাড় বেয়ে আসছে নেমে নির্ঝর খরস্রোতা
যেন সবুজ রঙের মধ্যিখানে সাদারঙের সুতা।
হরেকরকম মাটি তাতে সোনার ফসল ফলে
বনাঞ্চলের পশু-পাখী মুক্ত মনে চলে।
অপরূপ সব দৃশ্যাবলী মনে দোলায় সুর
মুক্তাঞ্চলের পাখীর কুজন দূঃখ করে দূর।
----------------------------------------------
সাইফুল ইসলাম
বর্দ্ধনপাড়া,বীরভূম
Comments
Post a Comment