তানসেনী রাগে
দেবযানী পাল
ঝড় উঠেছে স্বপ্ন সাগরে
মন বৈঠা চেপে ধর
হৃদয় মাঝি না হোক রাজি
জীবনকুটো যেন খড়।
দ্রিম দ্রিম ওই মাদল বাজে
নটরাজ নৃত্য মুদ্রা মাঝে
ডমরু কে বাজি ধরতেই হবে
মূল্য চোকাও শঙ্করাকে।
সুখ দুঃখ খুচরো তাপে
রুদ্র যখন মধ্য জীবন
গনৎকারের ভূল গণনায়
দাবানলের সুস্থ বিকিরণ।
ভয়ানক এই বাদুড় ঝোলায়
অঝোর ঘামে সময় হাসফাঁস
এরই মাঝে ঢং ছুটির ঘণ্টা
বাজলেই জেনো সর্বনাশ।
এবার ঝড়ে চাই আটকে রাখা
নিপুণ হাতে উপড়ানো প্রাণ
ভূত ভবিষ্য তহবিল কোথায়
সাগর সেঁচে সঞ্চয়ী মান।
মরণ হাসবে একবারই বেসুরো
তাই জীবন ধরুক তানসেনী রাগ
বৃষ্টি ভিজুক ঝরা পাতা সব
হৃদয় মনের স্বপ্ন সোহাগ
===============
Comments
Post a Comment