কবিতা ।। আমার যুদ্ধ এদের যুদ্ধ ।। হারান চন্দ্র মিস্ত্রী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। আমার যুদ্ধ এদের যুদ্ধ ।। হারান চন্দ্র মিস্ত্রী


আমার যুদ্ধ এদের যুদ্ধ

হারান চন্দ্র মিস্ত্রী


যুদ্ধ আমার যুদ্ধ তোমার 
যুদ্ধ সবার জন্য।
সারা জীবন যুদ্ধ করে
জীবন করি ধন্য।

রোগ সারাতে যুদ্ধ করি
আমরা দিনে রাতে,
খাদ্য পেতেও কাস্তে ধরি
ঘাম ঝরে যায় তাতে।

শোক সরাতে যুদ্ধ আমার
রয়েছে আর জারি,
মাথা গোঁজার ঠাঁই জোটাতে
যুদ্ধে যেতে পারি।
 
আজ পৃথিবী বারুদ ভরা
হচ্ছে কী সব যা তা।
যুদ্ধ লাগায় মাথাগুলো,
কে পৃথিবীর ত্রাতা?

এরা সুধায় বিশ্বশান্তি,
দূষণ রাখো দূরে
এরাই ধরায় যুদ্ধ বাধায়
আবার ঘুরে ফিরে।

এদের য়ুদ্ধ জীবনহানি
রক্ত ছড়াছড়ি,
এদের যুদ্ধ ধ্বংস করে
নিজের মতো গড়ি।

1 comment: