পলাশ পোড়েল
আখড়ার রসকলি ছুঁয়ে ছুঁয়ে দিন যাপন,
আজ আগমনিগানে বোষ্টমির নগরকীর্তন।
তার খঞ্জনীর সুরে ভরে শুধু হরিনাম গ্রামে
প্রভাতে বাজে খোল করতাল প্রভুর নামে।
রাঙাপথে নামবিভোর সে যে দুই বাহু তুলে,
চিকন কালার মুখটি ভাসে অজয়ের জলে ।
কালার মোহনবাঁশি ডাকছে তাকে কদমতলে
মুখে নিয়ে হরিনাম, হাতে মালা জপেই চলে।
কি সন্ধানে জানি না, বঁধূর সাথে বুঝি মিলনে
কোন গোপন অভিসার তার আত্মনিবেদনে ।
রাঙামাটিতে রাঙাচরণ পাবার আনন্দ সুখে,
ব্রজের পথের ধুলো ভক্তিভরে মাথায় মাখে।
Comments
Post a Comment