হিমের ছোঁয়া শিরশিরানি
হোক না ঋতু নিরাভরণ
খুব সে শান্ত, নাম হেমন্ত
ফিরলে বছর, রাখে চরণ।
মাস অঘ্রাণে,পাকা ধানে
সোনালী রোদ হেসেই খেলে
অবুঝ মনে সবুজ ঘাসে
ঘাস ফড়িং তো নেচেই চলে।
সরসে ফুলের হলদে হাসি
হিম মাখে সে রোজ অন্তরে
দূর্বাদলের সবুজ হাসি
মাঠ মুলুকে হেসেই ফেরে।
হিমেল বায়ে শব্জি সবুজ
মাঠ খুশিতে খায় যে দোল
সোনার বরণ আমন ধান
হৃদয় মনে দেয় যে দোল।
ডালে ডালে ছাতিম ফুল
ঝুমকো হয়ে দোলে
গাদা ফুলের হলুদ হাসি
হৃদয়ে ঢেউ তোলে।
আমন ধান মন আনচান
শীত নবান্নের বার্তা দেয়
নতুন ধানের পিঠে উৎসব
আম-বাঙালির মন ভরায়।
================
রঞ্জন কুমার মণ্ডল
গ্রাম+পোঃ- সারাঙ্গাবাদ,(পঞ্চাননতলা রোড)
মহেশতলা( ওয়ার্ড নং-35), জেলা-২৪পঃ দক্ষিণ,
পিন- ৭০০১৩৭.পশ্চিমবঙ্গ।
Comments
Post a Comment