'দু নম্বর বাড়ি'
অঞ্জনা দেব রায়
সেই কুড়ি বছর বয়স
একনম্বরের প্রিয়জনদের ছেড়ে চলে আসা
দুনম্বরে নতুন মুখ নতুন ভালোলাগার কথা
অবাক লাগত প্রথম প্রথম
ভাবতাম বেশ ভাল
যার হাত ধরে দুনম্বরে এলাম সে অল্পভাষী
প্রয়োজনে বহুভাষী হয়ে উঠত
তার ও বাড়ির মানুষের নির্দেশ মানলে ভাল
না মানলে কপালে জুটত কথার নির্যাতন
মনে ভাবতাম কেমন বাড়ি
একনম্বর শিখিয়েছিল বিশ্বাস ও ভালবাসায়
মানুষকে আপন করা
আর দুনম্বরে প্রয়োজনে ভালবাসার অভিনয় ।
--------------------------
অঞ্জনা দেব রায়
ঠিকানা - ৫৫৩, পি মজুমদার রোড , কলকাতা - ৭৮
Comments
Post a Comment