কবিতা ।। সৌরভ ব্যানার্জ্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, March 16, 2021

কবিতা ।। সৌরভ ব্যানার্জ্জী



এই সমাজে নারী

সৌরভ ব্যানার্জ্জী

জন্ম তোমার গর্ভে আমার
জীবন দান মুক্ত প্রাণ,
ধ্বংস-ছিন্ন-লুপ্তি ঘটছে
তোমার দ্বারা শোকের গান।
হাঁটতে শিখেছো, চলতে শিখেছো
আমিই সেই অবলম্বন;
কামনার মোহ লোভী পরায়ন
অসূচী শরীরে সূচীত মন।
কাল যে শরীরে চাহিদা মিটেছে
তৃপ্ত হয়েছে শিশুর পেট,
আজ সে শরীর ভ্রষ্টা হয়েছে,
হয়েছে শুধু কৃপার ভেট।
ক্ষুদ্ধ কাঙাল আঘাত হেনেছে
আহত হয়েছে সেই অতীত;
মিথ্যা জগৎ,মিথ্যা সমাজ
শূন্য স্বপ্ন,শূন্য মিথ।
দিবা-রাত্রি এক করে যে
জুটিয়েছে তার পেটের ভাত,
বেইমান সব পশুর জাত,
মারতে তাদেরও কাঁপেনি হাত।
যুক্তি-তর্ক বিফলে যাবে
গলা ফাটিয়ে হবে সারা,
দেশের মানুষ শক্তিশালী
ভাঙছে নিজেরই শিরদাঁড়া।
বস্ত্রহীন করেছো তাদের
রেখেছো করে নিরাকার,
শিক্ষিত এই সমাজে এখন
সতীত্ব রাখা ভার।
 
===========
 
 
সৌরভ ব্যানার্জ্জী
বি/৩৭ লেক গার্ডেন্স,কোল-৩৩

No comments:

Post a Comment