গর্ভধারিণীর মুখ
দেবব্রত মণ্ডল
ক্ষুধার ভার আর বিগত রাতের বাসি-গন্ধ মেখে
শিশুর মতো ঘুমিয়ে আছে আমার গ্রাম!
ঘন কুয়াশা সরিয়ে ধীরে জেগে উঠছে কাকভোর
উঠোনে অপেক্ষমান শীতকাতুরে আফোটা আলো
এমন দিনে আমি মন্মর্জির উজানে হাঁটি
অর্ধশতক পার করি অনায়াসে- যত পিছনে যাই
উদোম হাওয়ায় স্মৃতির গুহমুখ খুলে যায় ক্রমশ।
ওই তো গোঠের রাখল গরুর বাঁধন খোলে
ঘুম চোখে গৃহপালিতেরা অকস্মাৎ থমকে দাঁড়ায়
ওদের দৃষ্টি সড়গড় হলে, নতুন রাখল ভেবে যখন
হাম্বা রবে ডেকে ওঠে- আমি পুরানো রাখল হয়ে যাই!
নারকেল পাতা ছিপ ফেলে পুকুরের জলে
দোল খায়, সমস্ত আলো গেঁথে তোলে নিজস্ব স্বভাবে।
একটা ক্ষুধার্ত সকাল বাসি বাসনে দেয় উঁকি, আর
নরম রোদে- বুকে সুগন্ধ নিয়ে নির্ভার বকুল ঝরে।
পোষা হাঁসের সেই গদগদ ভাব, ওদের আয়ত চোখে
আঁটুলির মতো চাপা অভিমান দেখি!
আমি অফুরন্ত হলুদের মাঝে স্মৃতি হাতড়াই
ভাঙা পাঁচিলে ফুটে আছে সহজ চিত্রমালা, এইমাত্র
বাড়ীর ছোটোবউ ঘুঁটে দিয়ে গেছে। সলাজ ঘোমটায়
ঢাকা সুখের সিঁদুর, আঁচলে প্রভাত শিশির মিশে আছে।
দৃশ্যান্তরে- আমার চেতনায় ফুটে ওঠে এক মায়াময় রূপ।
তাঁর ছেঁড়া আঁচলের খুঁটে বাঁধা সমস্ত ক্লেশের কঙ্কাল-
দুঃখিনীর চোখের পাতায় চাপা কান্না, ওষ্ঠে ধরা সুখ।
দুঃখের স্রোতে ভেসে গেছে যার সম্পূর্ন নারীজন্ম
সে আমার অনেক কালের চেনা, গর্ভধারিণীর মুখ।
-------------
লিখনে: দেবব্রত মণ্ডল।
রচনাকাল: 11-10-2020.
স্থান: জাহাজে, বঙ্গোপসাগর।
...................................…....…......….….…......…
মাননীয়,
সম্পাদক মহাশয়,
নবাপ্রভাত পত্রিকা।
আপনাকে
বসন্ত শুভেচ্ছা জানাই। আমি দেবব্রত মণ্ডল, কলকাতার বাসিন্দা, প্রবাসে
কর্মরত। কবিতা পাঠক, সামান্য লেখালেখি। এক কবি বন্ধু আজই আপনাদের ৩৭ তম
সংখ্যার লেখার আমন্ত্রণ আমাকে পাঠিয়েছেন। ব্যস্ততার মধ্যেও আমি একটি নারী
বিষয়ক কবিতা পাঠালাম। আপনাদের মনোনয়ন পেলে, কৃতজ্ঞ থাকবো। যদি অনিচ্ছাকৃত
কোনো বানান ভুল থাকে, দয়াকরে ঠিক করে নেবেন। কোনও শব্দের পরিবর্তন করার
দরকার হয়, সেটা আপনারা করে নিলে খুশি হবো। আমার ঠিকানা কবিতার শেষে দিলাম।
ছবি অ্যাটাচ করা আছে। কবিতাটি নিচে লিখে দিলাম: -
পত্র শেষে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আপনার পত্রিকার সকল সাফল্য কামনা করি।
ইতি,
বিনীত,
দেবব্রত মণ্ডল।
জাহাজ থেকে, বঙ্গোপসাগর।
আমার ঠিকানা:
Debabrata Mandal.
ESI Hospital Campus, Manicktala.
Flat - 6. Block - A. Type - IV.
Bagmari Road. Kolkata - 700054.
West Bengal.
Mobile: 6289761331.
WhatsApp: 9433404644.
E-mail: dmandal1971@gmail.com
Photo: Attached with the mail.


Comments
Post a Comment