কবিতা ।। শিউলি মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, March 16, 2021

কবিতা ।। শিউলি মন্ডল



শক্তিরূপেণ সংস্থিতা

        শিউলি মন্ডল 


আমি সেই নারী ,
যার আগমনী তোলে বিষন্নতার তান !!
নরপিশাচের লোলুপ দৃষ্টি ,
সেঁজুতির শিখা আজও করে ম্লান ।।

আমি সেই মায়াবিনী ,
মায়ার খেলায় মত্তা।
 মাতা, কন্যা, ভগিনী, প্রেয়সী, পত্নী রূপে;
 যুগে যুগে এঁকেছি, তোমার নানান সত্ত্বা।।

 আমি জনক দুহিতা  সীতা।
মায়ার টানে করেছো মোরে রক্ষা,
 তবু খুঁজিতে মোর পবিত্রতা;
 নিয়েছো বারবার অগ্নিপরীক্ষা !!

 আমি সেই দ্রোপদী,
 যাজ্ঞসেনী ,পঞ্চপান্ডব জায়া।
রক্ষা করো নি মোর সম্মান 
ত্যাজিয়া রাজধর্মের মায়া।।

 আমি মৈত্রেয়ী, অপালা, খনা।
 আমার জ্ঞানের  বিচ্ছুরিত আলো,
 ভুলিয়েছে কালের যত অবমাননা,
 ঘুচিয়েছে জগতের যা কিছু কালো।।

 আমি সাবিত্রী ,সত্যবান ত্রাতা।
 সৃষ্টি স্বরুপা আমি ,প্রতিনিয়ত বঞ্চিতা; 
রণচন্ডী, চামুন্ডা আমি ;করুণাময়ী মাতা
 স্রষ্টার সাথে তবে, কেন এই দ্বিচারিতা??!!

 নই পুরূষ বিদ্বেষী নারী, চাই শুধু জানতে,
 একে অপরের পরিপূরক, পারে নাকি তারা হতে ?
ভুলিয়া যত মান,অভিমান, দ্বিধা,দ্বন্দ্ব,দ্বেষ, অপমান ,
প্রেমের অমোঘ বন্ধনডোরে,পারে না কি তারা বাঁধিতে??!!

No comments:

Post a Comment