ধোঁয়াশা মলিন হলে
সাত্যকি
বৃক্ষ শরীরের গায়ে ঠেস দিয়ে যখন তার নিষ্প্রাণতা চোখে আসে
যখন ছাইয়ের পাশে বসে থাকি
ধোঁয়ারা দেখি ছুঁয়ে নিচ্ছে আকাশের সাদা
সেই সময় চারপাশের রুক্ষতা ঘিরে ধরে চোখ
একটা নিঃশব্দ উচ্চারণ ভেসে ভেসে আসে
কখনও পড়ে ফেলি
কখনও গ্রীষ্মের রোদের মতো হয়ে থাকে তারা
তবে শেষমেশ বুঝে যাই আমি মাতৃতান্ত্রিকতাই ভালোবাসি
আমি চিরকাল তারই ধার ঘেঁষে আছি....
-------------
সাত্যকি
c/o-প্রদ্যুৎ দাস
ঋষি অরবিন্দ সরণি ,
সরকার বাগান
উত্তর পূর্ব -ন পাড়া
পোস্ট -ন-পাড়া
থানা -বারাসত
জেলা -উত্তর 24 পরগনা
কলকাতা -700125।
মো: 7278107288।

Comments
Post a Comment