বিধান শীলের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

বিধান শীলের কবিতা

শ্রাবণের বৃষ্টি



মুষলধারায় বৃষ্টি হলে দুয়ারে জমে শ্রাবণের জল
ভরা বর্ষার মাঝে দাঁড়িয়ে একা ,
নৌকা ভাসানোর দিনগুলো হারিয়ে গেছে কোনসময়
নির্দিষ্ট বৃত্তে হাঁটতে গিয়ে খেয়াল করি নি কখন বেড়েছে সময় ।


এক এক করে কালো মেঘে ডুবে গেছে সোনালী সূর্য
বুকের ভেতর অতীত হামাগুড়ি দিলেই শ্রাবণের বৃষ্টি নামে ফুলে ফুলে
সুগন্ধি বাতাসে নীচু মেঘ ডানা মেলে সাদা সাদা বক
প্রেমিকার ঠোঁট লাল করে ফিরে গেছে গৃহস্থ বিকেল ।


রাস্তার জলে যে নৌকা ভেসে গেছে আপনমনে একদিন
স্রোতের ধাক্কায় ঘুরবে না কোনদিন তার অভিমুখ
নদীতে ভাঙন এলে সাবধানী চোখ ফেলে প্রতিবেশী বাড়ি
স্নানের ঘাটগুলো ডুবে গেছে শ্রাবণের অতল জলে ।

_____________________________________

বিধান শীল
গ্রাম + পোস্ট: বান্দোয়ান
জেলা: পুরুলিয়া

No comments:

Post a Comment