আষাঢ়
কালো ওড়নার মতো মেঘ, ছুঁয়ে আছে দিগন্ত
মাটি ফাটছে নীরব ব্যথায়
একপশলা বৃষ্টি হলে স্নান সেরে নিতো বেনাঘাস
শুধু মেঘের পর মেঘ জমছে।
বসে আছি প্রাণে আষাঢ় নিয়ে
আঁচলে বাঁধা মরুচাঁদ,
কখন যে দুকুল ছাপিয়ে বান আসবে,,
ভাসিয়ে দেবে সময়ের যতো কালোধুলো নোংরা আবর্জনা
ব্যস সেদিকেই তাকিয়ে আছি
=================================
খুকু ভূঞ্যা
প্রযত্নে/ বলাই ভূঞ্যা
ভেমুয়া, সবং, পঃ মেদিনীপুর
Comments
Post a Comment