দুর্গা চরণ ঘোষের ছড়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

দুর্গা চরণ ঘোষের ছড়া

বর্ষা মেয়ে




আকাশ নীলে সুর শোনা যায়

মেঘের মাদল

ওই বাজে

নোলক পরা ফুল কলিরা

সেজেছে আজ

কী সাজে!

মৌমাছি আর ভোমরা এলো

মীড় গমকে

গান ওঠে

ছড়ায় খুশি শাখায় শাখায়

ফুল বাগিচায়

ফুল ফোটে।

সে ফুল তুলে মাথায় গুঁজে

বর্ষা মেয়ে

ওই নাচে

ভিজে বাতাস হেসে হেসে

লুটিয়ে পড়ে

গাব গাছে।

--------------------++++++----------------

দুর্গা চরণ ঘোষ

গ্রাম-খোশনগর

ডাক-যাত্রা

জেলা-বীরভূম

No comments:

Post a Comment